স্প্যাম কি?
স্প্যাম হলো একটি তথ্য একই সাথে অনেক অনেক ব্যাক্তির (যারা মেসেজটি পেতে চায় না) কাছে প্ররণ করা।
অধিকাংশ ক্ষেত্রে বিজ্ঞাপন বা প্রচারের উদ্দেশ্যে নিজেরা বা কয়েকটি সার্ভিসের সাথে যুক্ত হয়ে স্প্যাম ছড়ানো হয়।
বিভিন্ন মিডিয়াতে স্প্যামিং
ই-মেইলঃ
১৯৯০ সালে সাধারন জনগন যখন ই-মেইলের ব্যাবহার শুরু করলো তখন থেকে ই-মেইল স্প্যামিং এর সাথে সবাই পরিচিত হয়। বেশ কিছু লোক স্প্যামিং এর উদ্দেশ্যে একত্রিত হয়েও কাজ করতে থাকে। বেশ কিছু সার্ভিস ও ই-মেইল মার্কেটিং সফটওয়্যারের নির্মান হয়। বর্তমানে প্রায় ৮৫ ভাগ ই-মেইল-ই স্প্যাম!!!
কিছু কিছু সফটওয়্যারের মাধ্যমে ই-মেইল ঠিকানা সংগ্রহ করা হয়। বিভিন্ন ব্লগ ফোরাম ও সামাজিক নেটওয়ার্ক থেকে তারা এগুলো সংগ্রহ করে থাকে। আবার বেশ কিছু পদ্ধতি প্রয়োগ করে ই-মেইল ঠিকানা একটিভ আছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়। এভাবে লক্ষ লক্ষ লোকের ই-মেইল ঠিকানা সংগ্রহ করে একটি তথ্য প্রেরন করে মুনাফা অর্জনের জন্য অনেকে কাজ করে যাচ্ছে।
ইনস্ট্যান্ট ম্যেসেজ স্প্যামঃ
বিভিন্ন চ্যাটরুমেও মানুষের মতো করে বেশ কিছু প্রোগ্রাম আপনার সাথে চ্যাটিং করতে পারে!!! ইয়াহু ম্যাসেঞ্জার, উইনডোজ লিভ মেসেঞ্জার সহ বিভিন্ন সামাজিক নেটওয়ার্কের চ্যাট রুমেও এরুপ স্প্যামারকে পাওয়া যেতে পারে।
এজন্য অনেক সার্ভিস-ই নিরাপত্তার জন্য ক্যাপচা সহ বেশ কিছু পদ্ধতি অবলম্বন করেছেন।
মোবাইল স্প্যাম
মোবাইলের মাধ্যমে সয়ংক্রিয়ভাবে টেক্সট ও ভয়েস মেসেজ পাঠানোর মাধ্যমে স্প্যামিং বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন পণ্য ও ওয়েব ঠিকানার বেশ কিছু স্প্যাম মেসেজ আমি পেয়েছিলাম। অনেকে ফ্রি এসএমএস এর অফার নিয়ে বা মোবাইল কম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েও স্প্যাম ছড়ায়। অনেক মোবাইল কোম্পানীও তাদের পন্য প্রচারের জন্য স্প্যাম ছড়ায়।
ফোরাম ও ব্লগ স্প্যামঃ
ফোরামে সয়ংক্রিয় থ্রেড তৈরী ও ব্লগে সয়ংক্রিয় কমেন্ট করা অনেক ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। সার্চ ইঞ্জিন সমুহ বেশি ব্যাকলিংকের সাইটকে বেশি গুরুত্ব দেয় তাই অনেকে নিজে নিজে ডু-ফলো ব্লগ ও ফোরামে সয়ংক্রিয় বা স্বেচ্ছায় কমেন্ট করেন। বেশিভাগ সময়ই একই কমেন্ট বারবার পোষ্ট করেন। এবং নিজের সাইটের প্রচারের উদ্দেশ্যে লেখাটির মাঝে লিংকটি দেওয়া করা হয়।
বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটেও স্প্যামারদের আনাগোনা দেখা যায়।
ধর্মীয় ও রাজনৈতিক স্প্যাম
টাকা পয়সার বেপার ছাড়াও ধর্মীয় ও রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যেও স্প্যাম ছড়ানো হয়। কিছু দুষ্কৃতিকারী ব্যাক্তগত যোগাযোগ বৃদ্ধিকরে বিভিন্ন মানুষের বিবিন্নভাবে ক্ষতি করে থাকে।
আরো্ কিছু জানা গেলে মতামতে বলা যাবে। আপাতত এইটুতেই শেষ করছি।


0 মন্তব্যসমূহ