পৃথিবী থেকেই রাতের আকাশে ৪ টি গ্রহ দেখা যায়

 

আমি আজ পর্যন্ত মোট 4 টি গ্রহ খালি চোখে পর্যবেক্ষণ করেছি,সেগুলো হল–

1.গ্রহরাজ বৃহস্পতি(Jupiter)

2.শনি (Saturn)

3.মঙ্গল গ্রহ(Mars)

4.শুক্র গ্রহ(Venus) যা আমরা অনেকেই শুকতারা নামে জানি।

আমি পশ্চিমবঙ্গ রাজ্যের (কলকাতা রাজধানীর) পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা। এই অবস্থানের সাপেক্ষে আমি ওই গ্রহগুলোর অবস্থান বর্ণনা করছি।

প্রথমের দুটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি ও শনি দুটি গ্রহ আকাশের পাশাপাশি স্থানে অবস্থান করে, সন্ধ্যা হওয়ার কিছু পরেই সূর্যরশ্মির শেষ আভা যখন মিলিয়ে যায়, তখন আমাদের মাথার ঠিক উপরে থেকে একটু ডানদিকে(অর্থাৎ, ঊর্ধ - দক্ষিণ -পশ্চিম দিক করে) তাকালেই যেটা সবথেকে বেশি জ্বলজ্বল করে ওটা বৃহস্পতি আর তার একটু পিছনেই স্বল্প-উজ্জ্বল শনি গ্রহ। ( দেখবেন তারা গুলো মিটমিট জ্বলে কিন্তু ওই গ্রহগুল স্থিরভাবে জ্বলে, তাই আশা করি গ্রহ আর নক্ষত্র চেনায় বিভ্রান্তি আসবে না) । চাঁদ যদি আবার ওই গ্রহগুলোর "কাছাকাছি" থাকে তাহলে চাঁদের উজ্জ্বলতায় অনেক সময় শনির তেজ স্তিমিত হয়ে পড়ে,তখন আপনি শনি-কে নাও দেখতে পেতে পারেন।


এরপর আরেকটু সন্ধ্যা হওয়ার পর মাথার উপর থেকে কিছুটা পূর্ব দিকে জ্বলজ্বল করে আমাদের ভবিষ্যত বাসস্থান মঙ্গল গ্রহ


 তারপর ভোরের আলো ফুটে ওঠার ঘন্টাখানেক আগে আপনি পূর্ব আকাশে শুক্র গ্রহকে দেখতে পাবেন, যেটা আমাদের অতি প্রিয় "শুকতারা"।

আপনার যদি চিনতে অসুবিধা হয়, তাহলে Google play store থেকে sky view free অ্যাপস টা ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপস আপনাকে শুধু গ্রহ নয়, নক্ষত্র থেকে শুরু করে আশপাশের বিভিন্ন গ্যালাক্সির নক্ষত্র চিনিয়ে দিবে, তাছাড়া ISS (international spaces station) বা Huble space telescope এদের লাইভ অবস্থান দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের? আপনিও এই মহাবিশ্বের রাতের সৌন্দর্য থেকে বঞ্চিত থাকবেন কেনো?? লেগে পড়ুন অভিযানে।

আর হ্যাঁ, একটা অনুরোধ, যদি পারেন আপনার আশে পাশের ছোট ছোট ছেলেপিলেদের একটু ডেকে ডেকে দেখাবেন, তারাও একটু প্রকৃতির এই রহস্য - রোমাঞ্চ দৃশ্য দেখুক।

#ছবিগুলো নিজের ফোনে তোলা, খুব পরিষ্কার ছবি আসেনি। তবে, আপনারা খালি চোখে এর থেকে অনেক বেশি স্পষ্ট দেখতে পাবেন😄।

শুক্র গ্রহ টাকে ভোরবেলায় ধরতে হবে😄। ভোরে উঠাও কষ্টের ব্যাপার।😥

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ